countdown

Diploma in Mechanical Engineering

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি






মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে যন্ত্র প্রকৌশলকে বুঝায়। বল, শক্তি বা গতিসংক্রান্ত যে কোন বিষয়ই মেকানিক্যালইঞ্জিনিয়ারিং এর আওতাধিন । প্রযুক্তি উন্নয়ন ও সামাজিকচাহিদার প্রেক্ষাপটে উৎপাদনমুখী সকল কল কারখানাই মেশিনের সাহায্যে পরিচালিত হয়।মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারগণ বিভিন্ন মেশিন বা যন্ত্রাংশ ডিজাইন, তৈরি, পারফরমেন্স টেস্ট ওমেইনটেন্যান্স করে থাকেন । যার ফলে মানুষ উন্নত জীবন যাপন করতে শিখছে। মানুষের উন্নতজীবনযাপনের পেছনে মুখ্য ভুমিকা রাখেন মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারগণ।





কেন পড়বেন মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং ?


আমাদের দেশে সাধারনত একটা কথা প্রায়ই শোনা যায়, তাহলো বেকার সমস্যা।আসলে জানতে হবে /বুঝতে হবে কেন মানুষ বেকার থাকছে। তা হলো সঠিক সিন্ধান্তের অভাব।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি কর্মমুখী বাস্তব বিষয় যেখানে বেকার থাকার সম্ভাবনাশূন্য । কারন এমন কোন শিল্প বা কলকারখানা নেই যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেই বাপ্রয়োজন হয় না । তাছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টিতে  মেকানিক্যাল ইনঞ্জিনিয়ারিং এর কোন বিকল্প নেই।আত্মকর্মসংস্থান হলো স্বকর্মসংস্থান হলো স্বকর্মসংস্থান যেখানে একজন প্রকৌশলী পরের অধীনেচাকরি না করে নিজে শিল্পোদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান তৈরি করতে পারে।চাকরির ক্ষেত্রে  মেকানিক্যাল ইঞ্জিনিয়াদের অগ্রাধিকার সবচেয়ে বেশিথাকে। সুতরাং এস, এস,সি পাস করার পর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে২য় শ্রেণীর পদমর্যাদার উপ সহকারী প্রকৌশলী হিসাবে বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ রয়েছে।





আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে চাইলে তুমিও ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিইয়ারিং এ ভর্তি হতে পারো আমাদের সকল ঠিকানা ও সকল বিষয় জানতে ্যোগাযোগ করো
আমাদের সাথে।